বিবাহ বিচ্ছেদে পাওয়া অর্থের পুরোটাই মানবিক সংস্থায় দান!

বিবাহ বিচ্ছেদে পাওয়া অর্থের পুরোটাই মানবিক সংস্থায় দান!

শেয়ার করুন

Amber-Heard15

এটিএন টাইমস ডেস্ক:

ক্ষতিগ্রস্ত নারী ও অসুস্থ্ শিশুদের নিয়ে কাজ করে এমন দুটি সংস্থাকে ডির্ভোস থেকে প্রাপ্ত সাত মিলিয়ন ডলারের পুরোটাই দান করার ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছেন ৩০ বছরের হলিউড সুন্দরী অ্যাম্বার হার্ড।

লসএঞ্জেলসের একটি শিশু হাসপাতাল ও আমেরিকান নাগরিক স্বাধীনতা সংঘ নামে একটি সংস্থাকে পুরো টাকা দানের ঘোষণা দেন তিনি। দরিদ্র ও অসুস্থ্ শিশুদের চিকিৎসাসেবা দিতে হাসপাতালে অর্ধেক এবং আমেরিকান নাগরিক সমতা সংস্থাকে নির্যাতিত নারীদের নিয়ে কাজ করার জন্য বাকি অর্ধেক অর্থ দান করছেন বলে আদালতে উপস্থিত বক্তব্যে বলেন তিনি।

৩০ বছর বয়সী গুণী এই অভিনেত্রী আরও বলেন, আমার ইচ্ছা সেসব মানুষদের সাহায্য করা যারা নিজেদের রক্ষা করতে পুরোপুরি সক্ষম নয়। তিনি জনি ডেপের বিরুদ্ধে গায়ে হাত তোলা ও বিমান ভ্রমণের সময় মোবাইল ছুঁড়ে মারার অভিযোগ আনেন।

অ্যাম্বার হার্ড ও জনি ডেপ

কিন্তু ৫৩ বছরের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ এই অভিযোগ অস্বীকার করেন। নারীর বিরুদ্ধে সহিংসতা মানুষের দৃষ্টিগোচর করার উদ্দেশ্যে এই অর্থ দান করেছেন বলে জানান অভিনেত্রী হার্ড।

উল্লেখ্য, হার্ড ও জনি ডেপ ২০১৫ সালের ফ্রেবুয়ারীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।