এটিএন বাংলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

এটিএন বাংলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

শেয়ার করুন

Debate Photo 9 April
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় ৯ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় প্রচারিত হবে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনা ও পরিচালনায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ছায়া সংসদের আদলে প্রতিযোগিতার বিষয়- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। যুক্তি ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক মাইনুল আলম, সবুজ ইউনুস, আব্দুল্লাহ তুহিন, শারমিন নীরা ও সহকারী অধ্যাপক আয়েশা সালেহ।