আব্দুল্লাহ আল মামুনের ১২তম মৃত‌্যুবার্ষিকী আজ

আব্দুল্লাহ আল মামুনের ১২তম মৃত‌্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

 

Abdullah Al Mmmun-2

 

বরেণ্য নাট্যকার, নির্দেশক অভিনেতা, চলিচ্চত্র নির্মাতা প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ১২তম মৃত‌্যুবার্ষিকী আজ।২০০৮ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি। অসংখ্য নাটক রচনা যেমন নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তেমনি নিজের অপরিমেয় ক্ষমতার পরিচয় রেখেছন তাঁর নির্দেশনায়, অভিনয়ে। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে তিঁনি পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে ফিল্ম ও ভিডিও ইউনিট এর পরিচালক এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Abdullah Al Mmmun
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সুবচন নির্বাসনে, এখনও দু:সময়, সেনাপতি, এখনও ক্রীতদাস, কোকিলারা, দ্যাশের মানুষ, মেরাজ ফকিরের মা, মেহেরজান আরেকবার ইত্যদি। নাট্য সংগঠন থিয়েটার এর আজীবন সদস্য আব্দুল্লাহ আল মামুন নাটকের পাশাপাশি নির্মাণ করেছেন চলিচ্চত্র ও টিভি সিরিয়াল। শহীদুল্লাহ কায়সার এর উপন্যাস অবলম্বনে ‌’সংশপ্তক’ শিরোনামের ধারাবাহিক নাটক নির্মাণ করে তিনি প্রবাদ প্রতিম খ্যাতি অর্জন করেন। তাঁর নির্মিত চলিচ্চত্রের মধ্যে সারেং রৌ, সখী তুমি কার, এখনই সময়, জোয়ার ভাটা, শেষ বিকেলের মেয়ে অন্যতম। তাঁর লেখা নাটক ও উপন্যাস পাঠক মহলে সমাদৃত হয়েছিল। কাজের স্বীকৃতি স্বরুপ এই বরেণ্য নির্মাতা অর্জণ করেছেন বাংলা একাডেমী পুরস্কার, প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, শ্রেষ্ঠ পরিচালক হিসেব ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও এছাড়াও ২০০০ সালে একুশে পুরস্কারে ভূষিত হন তিঁনি।