আধুনিক বাংলা গানের সবচে বড় পোস্টার সুবীর নন্দী

আধুনিক বাংলা গানের সবচে বড় পোস্টার সুবীর নন্দী

শেয়ার করুন

_106819300_12970768_10154136935505798_2898716290704678907_o
বিনোদন ডেস্ক :

১০০ বছরে শতাব্দী হলে, অর্ধ-শতাব্দী ধরে আধুনিক বাংলা গানের সবচে বড় পোস্টার সুবীর নন্দী। বাংলা সুরের ভুবনের অবিসংবাদিত এক নাম। গুনি এ শিল্পীর পুরষ্কারের ঝুড়ি, তার সৃষ্টি-অভিজ্ঞতার প্রমাণও বটে। একুশে পদক জয়ী গানের এই প্রাণ পুরুষের চিরবিদায়ে এটিএন টাইমস এর শ্রদ্ধা।

এইতো সেদিনই একুশে পদক পেলেন তিনি। বিরহের সুরের এ সম্রাট সেদিনও হেসেছিলেন নির্মল এক হাসি।

বাংলা ক্ল্যাসিক রোমান্টিক গানের এ পাখির জন্ম ১৯৫৩ সালের ১৯ নভেম্বর। হবিগঞ্জের বানিয়াচং থানায়। নামের সাথে গ্রামের নামেরও মিল। নন্দী পাড়ায়। মা পুতুল রানি কাছে গানের হাতেখড়ি। শাস্ত্রীয় সঙ্গীত-লোকগান দিয়ে। মায়ের হাতে যার শুরু তার কাছে বেতার, চলচ্চিত্র কিংবা টেলিভিশন সব মাধ্যমেই তার সফলতাতো স্বাভাবিক।

সুবীর নন্দীর মূল পরিচয়, আধুনিক বাংলা গানে। সিলেট বেতারের পর, ১৯৭০ সালে ঢাকা রেডিওতে তার প্রথম রেকর্ডিং। প্রথম প্লেব্যাক ৭৬’ এ সূর্যগ্রহণ চলচ্চিত্রে। আশির দশকের শুরুতেই বাজারে আসে একক এলবাম ‘সুবীর নন্দীর গান’।

চন্দ্রনাথ, শুভদা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, রাঙা ভাবী, পদ্মা মেঘনা যমুনা, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া; যুগান্তকারী সব চলচ্চিত্রের গান সমৃদ্ধ হয় তার কন্ঠে। পাঁচবার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।

সঙ্গীত জীবনের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরো বেশি গানে কন্ঠ তার। তবে এ সংখ্যার চাইতো বড় বিষয়, আশি-নব্বই কিংবা একবিংশ শতাব্দীর শুরুতেও একের পর এক কালজয়ী গানে গলা দিয়ে নিজেকে শ্রোতার কাছে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।