এটিএন বাংলায় রমজান মাসজুড়ে প্রচার হচ্ছে কেনাকাটা বিষয়ক অনুষ্ঠান ‘সদাইপাতি’। রমজান এবং ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ইফতারের বিভিন্ন আনুসাঙ্গিক উপকরণ থেকে শুরু করে রেস্টুরেন্টের ইফতারের খোজখবর থাকছে দর্শকদের জন্য। এছাড়াও বিভিন্ন শপিং মল এবং শো রুমে গিয়ে আসন্ন ঈদ উপলক্ষে বাজারে আসা পোষাক, জুয়েলারি, জুতো, স্যান্ডেল বিক্রি এবং ক্রেতা-বিক্রেতাদের প্রতিক্রিয়া ধারণ করে অনুষ্ঠানে প্রচার করা হয়ে থাকে। রেডিমেট পোষাকের বাইরে বিভিন্ন টেইলারিং শপে গিয়েও পোষাক তৈরির খবরাখর তুলে ধরা হচ্ছে। ফয়সাল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তমা রশিদ। প্রতিদিন সন্ধ্যা ৬.৪৫ মিনিট এটিএন বাংলায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।