ঢাবি-আইবিএতে সার্ভিস মার্কেটিং কোর্স

ঢাবি-আইবিএতে সার্ভিস মার্কেটিং কোর্স

শেয়ার করুন

ক্যাম্পাস প্রতিবেদক: দেশে ধীরে ধীরে সেবা নির্ভর প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সেবানির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিস মার্কেটিং বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অব বিজনেজ অ্যাডমিনেস্ট্রেশন-আইবিএতে দুই সপ্তাহব্যাপি একটি সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে। কোর্সের কোর্ডিনেটর ও আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক জানান, ‘আমাদের দেশের বিবিএ বা এমবিএ পর্যায়ে সরাসরি সেবানির্ভর খাতগুলোর বিপণন নিয়ে পড়াশোনা বা গবেষণার সুযোগ নেই। তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের সার্ভিস মার্কেটিং সম্পর্কে জানাতে আইবিএতে শুরু হচ্ছে ‘সার্ভিস মার্কেটিং ফর কম্পিটিটিভ গ্রোথ’ (এসএমসিজি কোর্স)।’ বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে সেবাখাতে বিকশিত হচ্ছে, সেই পেশায় দক্ষ পেশাজীবী ও নির্বাহী তৈরির জন্য কোর্সটি চালু করা হয়েছে। কোর্সটির ভর্তি সম্পর্কে জানার ঠিকানা: https://iba-du.edu/upload_images/S_20_SMCG_Brochure.pdf