রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে পাবলিক পরীক্ষায় নকল বেড়েছে।

রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে পাবলিক পরীক্ষায় নকল বেড়েছে।

শেয়ার করুন

Rangamati Pic-20-11-17-02পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির পাহাড়ি প্রত্যান্ত এলাকার পাবলিক পরীক্ষায় নকলের প্রবনতা বেড়েছে বলে উদ্বেগ জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

তিনি সোমবার রাঙ্গামাটিতে শিক্ষা বিষয়ক এক কর্মশালায় বলেন, পাশের হার বৃদ্ধি করতে রাঙ্গামাটির প্রত্যান্ত এলাকার পরীক্ষা সেন্টারে নকলের প্রবনতা আশংকাজনক বাড়ছে। তিনি বলেন, যে করেই হোক পরীক্ষায় এই নকলের প্রবনতা বন্ধ করতে হবে।

পার্বত্য এলাকায় মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্ননের লক্ষ্যে সম্ভাব্য কর্মপস্থা নিরূপনে  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন শিক্ষাবিষয়ক  আহবায়ক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী।
Rangamati Pic-20-11-17-01
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, পরিষদের সদস্য মোঃ জানে আলম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা এবং বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের সমতল এলাকার তুলনায় পার্বত্য এ জেলার শিক্ষার মান যথেষ্ট পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কত ব্যাধিতে আক্রান্ত এর আসল কারণ বের করতে হবে।

তিনি বলেন, জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়া ভালো ফলাফল অর্জণকারী ছাত্র-ছাত্রীরা সাধারণ প্রশ্নেরও দিতে পারছেনা। এটা মোটেই কাম্য নয়। বর্তমান সরকার প্রত্যেক স্কুলে শিক্ষার উন্নয়নে ব্যপক পদক্ষেপ নিলেও আমরা তা কাজে লাগাতে পারছিনা। এই কর্মশালায় প্রকৃত কারণগুলো বের করে শিক্ষার গুনগতমানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য দরকার সার্বিক ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ।

কর্মশালায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বিভিন্ন মতামত ও সুপারিশ ব্যক্ত করেন।