মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য ‘মেডিকেল শিক্ষা কমিশন’ গঠনের দাবি

মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য ‘মেডিকেল শিক্ষা কমিশন’ গঠনের দাবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেয়ার জন্য ‘মেডিকেল শিক্ষা কমিশন’ গঠনের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টর্স ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্ট।’

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন : যোগ্য মেডিক্যাল শিক্ষকদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত কমিশন গঠন করতে হবে।

৯৫ ভাগ মেধাকোটা অনুসরণ, কোচিং নির্ভর প্রশ্ন না করা ও বিদেশি শিক্ষার্থী ভর্তির কোটা সীমিত রাখার প্রস্তাব করেন তাঁরা। এছাড়া মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করার পরামর্শও দেন তাঁরা।। এর ফলে শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন, প্রশ্নপত্র ফাঁস ঠেকানো ও মেডিক্যাল শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করা যাবে বলেও মনে করেন বক্তারা।