বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা খালি থাকলে মেধা তালিকা থেকে পূরন

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা খালি থাকলে মেধা তালিকা থেকে পূরন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার পদ পূরণ না হলে, একই বিসিএসের মেধা তালিকায় থাকা সাধারণ প্রার্থীদের দ্বারা তা পূরণ করা হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের আরও জানান, ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় পূরণ না হওয়া সংরক্ষিত পদগুলো ৩৬তম বিসিএসের সংশ্লিষ্ট ক্যাডারের শূন্য পদের সাথে যোগ হবে।

এছাড়া প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ রোধে সর্বোচ্চ দু’বছরের জেল এবং ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে, প্রাণিকল্যাণ আইন ২০১৬ এর খসড়ায়-ও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।