মাদ্রাসা শিক্ষায় ডিজিটালাইজেশনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষায় ডিজিটালাইজেশনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় ডিজিটাইজেশনের কাজ চলছে বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টারএকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুকস -এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রাথমিক পর্যায় দাখিল ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা শিক্ষা ধারার চারটি পাঠ্যপুস্তক আইডিএমটিতে রূপান্তর করেছে।

শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবে। আইডিএমটি প্রচলিত পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন, যা অনলাইন বা অফলাইন সুবিধা নিয়ে ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যমে দিয়ে পড়া যাবে। ই-লার্নিং এ মেটেরিয়াল শিক্ষার্থীদের শ্রেণী, বয়স, চাহিদা ও প্রবণতা বিবেচনা করে প্রণীত হয়েছে বলেও জানান বক্তারা।