ফরিদুল আলমের পিএইচডি ডিগ্রি অর্জন

ফরিদুল আলমের পিএইচডি ডিগ্রি অর্জন

শেয়ার করুন
PHD
ময়মনসিংহের ত্রিশালের কৃতি সন্তান মোহাম্মদ ফরিদুল আলম চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফরিদুল আলম চীনের বেইজিং ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে এই ডিগ্রি লাভ করেন।
ড. মোহাম্মদ ফরিদুল আলম ময়মনসিংহের জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক  বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (প্রথম শ্রেণি ) সম্পন্ন করে জাইকার বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি জাপান-সকুবা  বিশ্ববিদ্যালয়ে  যান।
সেখান থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন।
এরপর চায়না সরকারের বৃত্তি নিয়ে তিনি বেইজিং ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ইকোনমিক্স এ পিএইচডি কোর্সে ভর্তি হন। গত ১৮ মে ২০২১খ্রি: তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মোহাম্মদ ফরিদুল আলম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের নলচিড়া গ্রামের উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা , সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ ফজলে রাব্বী এবং বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা দিলরুবা বেগমের একমাত্র সন্তান।