ঢাবি স্নাতক প্রথম বর্ষে আসন বাড়ছে প্রায় ১৫৫টি

ঢাবি স্নাতক প্রথম বর্ষে আসন বাড়ছে প্রায় ১৫৫টি

শেয়ার করুন

Dhaka-University-Admission-2015-16

নিজস্ব প্রতিবেদক:

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ১৫৫টি আসন বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা জানিয়েছেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান তিনি। উপাচার্য বলেন, ভর্তির আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে।

কয়েকটি নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বাড়ানোর ফলে, মোট আসনের সংখ্যা বেড়েছে। এই শিক্ষাবর্ষে জাপানিজ স্টাডিজ ও চাইনিজ স্টাডিজ বিভাগে অনার্স কোর্স চালু করা হয়েছে। সব মিলে আগের বছরের চেয়ে প্রায় ১৫৫ আসন বাড়বে বলে জানান তিনি।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬৬৫৫টি। চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত মোট আসন সংখ্যা ধরা হয়েছে ৬৮০০টি। ক-ইউনিটে ১৬৮০টি, খ-ইউনিটে ২২৪১টি, গ-ইউনিটে ১১৭০টি, ঘ-ইউনিটে ১৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।