কোটা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও সংস্থার রিপোর্ট, নথি, প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত

কোটা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও সংস্থার রিপোর্ট, নথি, প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত

শেয়ার করুন

36470899_1029130617262311_4921346748082814976_nনিজস্ব প্রতিবেদক :

কোটা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও সংস্থার রিপোর্ট, নথি, পত্রিকার প্রতিবেদন, পিএসসির রিপোর্ট ইত্যাদি সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার সকালে সচিবালয়ে কোটা সংস্কারে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রথম বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব তথ্য সংগ্রহের পর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মো: মহিউদ্দীন।

আবুল কাশেম মো: মহিউদ্দীন বলেন, ওই তথ্যগুলো পাওয়ার পর কমিটির দ্বিতীয় সভা হবে। তিনি বলেন, নির্ধারিত ১৫ দিনের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা চলছে। এই সময়ের মধ্যে কাজটি শেষ করতে না পারা গেলে পরে বলা যাবে। তাঁরা ১৫ দিনের মধ্যেই কাজটি শেষ করতে চাইছেন।

গত সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে ছয়জন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়।
কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রিপোর্ট  আকারে জমা দেবে।