একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি প্রক্রিয়ার কার্যক্রমের উদ্বোধন

একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি প্রক্রিয়ার কার্যক্রমের উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোববার থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতের ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৩ মে পর্যন্ত এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি প্রক্রিয়ার কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চোধুরী। তিনি বলেন, ভর্তি পরীক্ষার বিড়ম্বনা কমাতে উচ্চশিক্ষার সবস্তরে সমন্বিত ভর্তি প্রক্রিয়া চায় সরকার।

এক জন শিক্ষার্থী একটি ফোন নম্বর থেকে একটি ফর্ম পূরণ করতে পারবেন। ভিন্ন ভিন্ন নম্বর থেকে সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। কলেজে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান আইনভঙ্গ করে করলে দুদকের সহযোগিতা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক।