‘ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ইতিহাস পড়াতে হবে’

‘ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ইতিহাস পড়াতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের ইতিহাস পড়াতে হবে এবং বাংলাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া শিক্ষার্থীদের থেকে টিউশন ফি, একাডেমিক ফি, এডমিশন ফি ও এক্সাম ফি ছাড়া অন্য ফি নিতে হলে, আগেই অভিভাবকদের সাথে আলোচনা করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

২০১৪ সালে ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত আলাদা বিষয় হিসেবে বাংলা পড়াতে হবে। এছাড়া দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে পাঠদানের নির্দেশনাও দেওয়া হয় ওই রায়ে।