আমরণ অনশনে নেমেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

আমরণ অনশনে নেমেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আমরণ অনশনে নেমেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষকরা জানান, সারা দেশের প্রায় পাঁচ হাজার স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন থেকেই এমপিওভূক্তির দাবি জানিয়ে আসছে। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তবে এখন নতুন করে নীতিমালা করে প্রতিষ্ঠান যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রনালয়। তাই এ নীতিমালা তারা মানতে রাজী নন।

সব প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভূক্তির দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।