প্রশ্ন ফাঁস: অগ্রণী ব্যাংকের বিকেলের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্ন ফাঁস: অগ্রণী ব্যাংকের বিকেলের নিয়োগ পরীক্ষা স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রশ্ন ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের শুক্রবার বিকেল ভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা নিয়োগ কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার সকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় দ্বিতীয় ভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সকালে পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিভিন্ন মিডিয়ায় চলে আসে। অনেক পরীক্ষার্থী মিডিয়ার কাছে প্রশ্ন পত্রের কপি তুলে ধরেন। পরীক্ষার পর দেখা যায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র হুবহু মিলে গেছে।

পরীক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তাঁরা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র সরবরাহ শূরু হয়। অনেকে বলেন, প্রায় ১ সপ্তাহ আগ থেকে প্রশ্নপত্রের জন্য টাকা বিনিময় শুরু হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা এই প্রশ্নপত্র হাতে পান এবং তারাই এগুলো বিক্রি করেন বলে অভিযোগ করেছেন কয়েক পরীক্ষার্থী।

বিকেল ভাগের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে পরীক্ষার্থীরা অভিযোগ করেন। বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুকে প্রশ্নফাঁস নিয়ে আলোচনার ঝর শুরু হয়। এরপর প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়ায় বিকেলের পরীক্ষা বাতিল করে পরীক্ষা কমিটি।

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়।  অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দরপত্র পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

বিভাগের চেয়ারম্যান আবু তালেব প্রথমে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও পরে বিকেলে পরীক্ষা বাতিল করেন।

এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গত ২১ এপ্রিল ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।