নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষায় এমসিকিউ থাকছে। তবে প্রশ্নের মান বণ্টন এবং বিষয় কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৩১ মে সভা করবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি, এনসিসিসি।
রোববার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এনসিসিসি’র সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সচিব মো. সোহরাব হোসোইন একথা বলেন। তিনি বলেন, প্রশ্নের মান বন্টন ও বিষয় কমানো হলে, তা চলতি বছর থেকেই বাস্তবায়ন করা হবে। শিশু শিক্ষার্থীদের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
জেএসসি ও জেডিসিতে এখন চতুর্থ বিষয়সহ মোট ৮৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেই পরীক্ষা হবে ৬৫০ নম্বরে। বাংলা ও ইংরেজি মিলে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া চতুর্থ বিষয়ের পরীক্ষা বন্ধ করে আরও ১০০ নম্বর কমানো হবে।