এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামি ২৩ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন ফল ঘোষণার তারিখটি নিশ্চিত করেছেন।

ওইদিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে  প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী।

গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা  শেষ হয় ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। দেশজুড়ে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছিল ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ ও ছাত্রী ছিল পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।