৫ বছরের জন্য, ১১ হাজার টাকা করে প্রনোদনা চায় পোশাক শিল্প

৫ বছরের জন্য, ১১ হাজার টাকা করে প্রনোদনা চায় পোশাক শিল্প

শেয়ার করুন

Garment
নিজস্ব প্রতিবেদক :

বিশ্ববাজারে পোশাকের দরপতন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কম্প্ল্যায়েন্স ইস্যুর মুখে তৈরী পোশাক কারখানা বন্ধ এমন সব নেতিবাচক বাস্তবতার সামনে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের সুযোগ নিতে চায় বাংলাদেশ। দেশের রপ্তানীমুখী পোশাক শিল্প সংশ্লিষ্ট সবাই বলছে, আসছে বাজেট থেকেই তাই চাই রপ্তানি মূল্যের উপর ৫ শতাংশ প্রনোদনা। টাকা অংকে যা সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশী। যা লাগবে ৫ বছরের জন্য।

বাজেটের ভ্যাট-ট্যাক্স নিয়ে রাজস্ব বোর্ডের সাথে এফবিসিআইয়ের ব্যানানে তৈরী পোশাক কারখানা-নীট ও টেক্সটাইল মিলের মালিকদের সংগঠনগুলো আগেই একদফা বসেছে। তবে দেশের মোট রপ্তানী ৮২ শতাংশ আসে যে খাত থেকে তারা সোমবার হোটেল আমরাইতে এক প্ল্যাটর্ফমে।

কম্প্ল্যায়েন্স ইস্যুতে মাসে গড়ে ১৭টি করে কারখানা বন্ধ হচ্ছে, একই সময় বাড়েনি রপ্তানীযোগ্য তৈরী পোশাকের দামও-অথচ বেড়েছে উৎপাদন খরচ। বিজিএমইএ-বিকেএমইএ-বিটিএমএ তিন সংগঠনই বলছে খুব একটা ভালো সময়ে নেই দেশের তৈরী পোশাক খাত। ২০২১ই ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্য থেকে বহু দুরে বাংলাদেশ। বাজেটকে ঘিরে জানিয়েছেন নিজেদের দাবি দাওয়া।

প্রতিকুলতার মাঝেও, পাথরে ফুল ফোটার সম্ভাবনাও আছে। যে মার্কিন বাজারের পণ্য ঢুকাতে সাড়ে ১৬ শতাংশ ট্যাক্স। সেই মার্কিনমুল্লুকে,  চীনবিরোধী পারসেপশন কাজে লাগাতে চায় দেশের তৈরী পোশাক খাত। বৈশ্বিক মার্কিন-চীন উত্তেজনায় ট্রাম্প বাতিল করেছেন তুরষ্কের জিএসপি সুবিধা। পোশাক খাত চায় আগামী ৫ বছরে, রপ্তানীতে ৫ শতাংশ করে প্রনোদনা।