৫ অভয়াশ্রমে মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

৫ অভয়াশ্রমে মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

শেয়ার করুন

Fish-River

নিজস্ব প্রতিবেদক।।

দেশের ইলিশের ছয় অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ সোমবার মধ্যরাত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসংলগ্ন আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার আয়তনের অভয়াশ্রমটি এ নিষেধাজ্ঞার আওতায় নেই। এখানে গত নভেম্বর থেকে ডিসেম্বর দুই মাস নিষেধাজ্ঞা ছিল।

মাছের প্রজননকাল, চলাচলের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করে ওই অভয়াশ্রমে প্রতিবছর আগেভাগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সালে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে।

এ কার্যক্রমের অংশ হিসেবে এবারও মার্চ থেকে এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোয় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সরকারি সহায়তা পাবেন। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিষেধাজ্ঞাকালে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকে।

এ মৌসুমেও একইভাবে গত নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, যা থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।