১৮ হাজার ৩৭২ কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন

১৮ হাজার ৩৭২ কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন

শেয়ার করুন

ecnecনিজস্ব প্রতিবেদক :

হাওর অঞ্চলে সব সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে-র আদলে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক-এর বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে পরিকল্পনামন্ত্রী  আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট প্রকল্পের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বসে একনেকের ২৬তম সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় প্রায় ১৮ হাজার ৩৭২ কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভার ‌আলোচ্যসূচি সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন: জুলাই থেকে শুরু হবে ই-পাসপোর্ট প্রকল্পের কাজ, শেষ হবে এ বছরের মধ্যেই। নতুন এই প্রকল্পের জন্য ৪ হাজার ৩৩৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে একনেক।