সয়াবিন ও পাম অয়েলের ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

সয়াবিন ও পাম অয়েলের ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

শেয়ার করুন

Soyabean

নিজস্ব প্রতিবেদক।।

দেশে সয়াবিন ও পাম অয়েলের আমদানি পর্যায়েও ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দুপুরে সমকালকে জানানো হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্যসংযোজন কর অব্যাহতির অনুমোদন দেওয়া হয়েছে।

এ সুবিধা আমামী ৩০ জুন পর্যন্ত পাবেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য এ ধরনের তেল আমদানি পর্যায়ে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট চালু রয়েছে।

এর আগে সোমবার স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় গত কিছুদিন ধরেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিক্রেতারা দাম বাড়াতে থাকায় সরকারকে উদ্যোগী হতে হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ সমকালকে বলেন, ভোজ্যতেলে তিন স্তরে ভ্যাট ছিল। এর মধ্যে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ, স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায়ী বা খুচরা বিক্রি পর্যায়ে ৫ শতাংশ।

এর মধ্যে আগেই স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আর মঙ্গলবার আমদানি পর্যায়ে ভ্যাট ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

সংশ্নিষ্টরা আশা করছেন, এতে এই দুই ধরনের তেলের দাম কিছুটা কমবে।