শখ থেকেই প্রতিষ্ঠিত

শখ থেকেই প্রতিষ্ঠিত

শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি:

অনেকটা শখের বসেই শুরু করেছিলেন পশু পালন। আর এখন প্রতিষ্ঠিত খামারি। প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে বিশুদ্ধ পদ্ধতিতে যেমন গরু মোটাতাজাকরণ করা হয়। আবার দুধও উৎপাদন হয়।

জামালপুরে মাদারগঞ্জের চর ভাটিয়ানী। স্থানীয়দের কাছে এটি হাজী জালালউদ্দিনের ফার্ম হিসেবেই পরিচিত। বন্যার ঝুঁকি কাটিয়ে কোরবানীর ঈদকে সামনে রেখে চরম ব্যস্ততা। এবার ২০ থেকে ২৫ লাখ টাকা লাভের আশা খামারির।

কোরবানীর ঈদের সাত-আট মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। নিয়ম করেই  পরিষ্কার পরিচ্ছনতা, খাওয়ানো এবং প্রতিষেধক ঔষধ। খামারে সারা বছর রাখাল থাকলেও বাড়ির মেয়েরাও এ কাজে সাহায্য করেন।

এবছর ৫২টি গরু বিক্রি হবে। আর প্রতি বছরের মতো এবারো একটি বড় সাইজের মহিষ রাখা হয়েছে কোরবানির জন্য। গত বছরের মতো এবারও খামার থেকে কয়েকটি গরু বিক্রির অর্ডার পেয়েছেন।

স্থানীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ইনজেকশন নয়, বিশুদ্ধ পদ্ধতিতে মোটাতাজাকরনের মাধ্যমেও যে কেউ  অল্প সময়ে লাভবান হতে পারেন।