লাভজনক ভেড়া পালন

লাভজনক ভেড়া পালন

শেয়ার করুন

যশোর প্রতিনিধি:

ভেড়াপালন লাভজনক। তাই এই ভেড়া পালন উদ্বুদ্ধ করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার । প্রাণীসম্পদ বিভাগ থেকে দেশের ৪৮০ উপজেলায় ভেড়া পালনে আগ্রহী খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে, বিশ্বে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভেড়ার অবস্থান চতুর্থ। এছাড়া পৃথিবীর অনেক দেশের মতো এই প্রাণীটি পশম রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা উৎসও হয়ে উঠতে পারে। তাই ভেড়া পালনে আগ্রহী করে তুলতে দেশজুড়ে ৫ বছরের একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় দেশের ৪৮০ উপজেলায় ২০ জন করে খামারিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে যশোরের ৮ উপজেলার ২০৪টি খামারে চলছে ভেড়া পালন।

ভেড়া বছরে ২ বার ৪ থেকে ৬টি করে বাচ্চা দেয়। রোগাবালাইয়ে ভোগে কম। নরম ও সুস্বাদু ভেড়ার মাংসে চর্বি কম থাকে। এছাড়া প্রতি কেজি ভেড়ার লোমের মূল্য ১০০শ টাকা। এসব কিছূ বিবেচনায় ভেড়া পালনে আগ্রহী করে তোলা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা।