রিজার্ভ চুরির বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ: আরসিবিসি ব্যাংক

রিজার্ভ চুরির বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ: আরসিবিসি ব্যাংক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রিজার্ভ চুরির ঘটনায় আবারো অবহেলার অভিযোগ করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংক চুরির বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, নিজেদের অবহেলা আড়াল করতেই তাদেরকে বিভিন্নভাবে জড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। রয়টার্স জানায় : শনিবার অর্থমন্ত্রী মুহিতের মন্তব্যের জবাবে এই বিবৃতি দিয়েছে আরসিবিসি। অর্থমন্ত্রী বলেছিলেন, ম্যানিলার ব্যাংকটিকে তিনি পৃথিবী থেকে মুছে ফেলবেন।

আরসিবিসি’র আইনজীবী জর্জ দেলা কস্টা জানান : অবশ্যই বাংলাদেশ ব্যাংককে দায় নিতে হবে। তাদের অবহেলার শিকার হয়েছে আরসিবিসি। কিন্তু বাংলাদেশ ব্যাংক সবকিছু ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। আরসিবিসির বিরুদ্ধে মামলার বিষয়ে নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংকের কাছে দ্রুতই প্রস্তাব পাঠাবে বাংলাদেশ। আর সেটি আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকেই হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

রিজার্ভ চুরির অর্থ রিজাল কমার্শিয়াল ব্যাংকের সাবেক ম্যানেজার ও চারটি ভুয়া একাউন্টের মাধ্যমে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে চলে যায়। দুই বছরেও জড়িতদের চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ।