‘মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে’

‘মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ কথা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং  বা এপিজি বৈঠকে প্রধানমন্ত্রীর সন্ত্রাসবিরোধী অবস্থান প্রশংসিত হয়েছে। সেখানে বলা হয়েছে  সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, মুদ্রা পাচারসহ অন্যান্য অপরাধ নির্মূলে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।

কেন্দ্রিয় ব্যাংক জানায়, বাংলাদেশের মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নেওয়া ব্যবস্থা পরিবীক্ষণের জন্য এপিজির ১৯তম বার্ষিক সভায় অনুমোদিত হয়েছে।