বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের তালিকা চেয়েছেন হাইকোর্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গত বছর পর্যন্ত কতজন কী পরিমাণ ছাড় পেয়েছে, তার তালিকা চেয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের এই আদেশ অনুযায়ী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে এই তালিকা দিতে হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ঋণ মওকুফ করা হয়েছে, তার তালিকা দিতে হবে গভর্নরকে। সেই সঙ্গে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানদের আর কোনো ঋণ থাকলে তার বিবরণও দিতে হবে। এ বিষয়ে ২ এপ্রিল পরবর্তী আদেশ দেওয়ার দিন রেখেছে হাইকোর্টের একটি বেঞ্চ।