প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ব্যবসায়ীদের ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ব্যবসায়ীদের ভাবনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর ভারত সফরকে দেশের ব্রান্ডিং হিসেবে দেখলেও এ সফরে বিদ্যমান নানা শুল্ক-অশুল্ক বাধা নিয়ে আলোচনার সুযোগ কমই দেখছেন ব্যবসায়ীরা।

ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী হলেও, দু-দেশে বিশাল বাণিজ্য ঘাটতি নিয়ে সমালোচনা চলছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ ট্রানজিটের মতো বড় ইস্যু প্রতিবেশীর জন্য সহজ ও  সাশ্রয়ী সুবিধা দিলেও ভারতের সাহায্যের হাত তেমন শক্তিশালী ছিলো, তা বলা কঠিন। ভারতের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা থাকলেও, রাজ্যভেদে তা খুব বেশি কাজে আসে না। হুটহাট নিবন্ধন ফি বাড়ানোর অভিযোগও পুরনো। সেই সাথে রপ্তানিকৃত পণ্যের মান যাচাইয়ে নতুন নতুন শর্ত আর ঝক্কিতে ক্লান্ত দেশের ব্যবসায়ীরা।

বাণিজ্য ঘাটতি মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরে সেই অবস্থা কাটাতে ঘোষণা দেন বিনিয়োগ প্রস্তাবের। তবে চীনের প্রেসিডেন্টের সফরে দেশের ইতিহাসে সবচে বড় বিনিয়োগ প্রস্তাব দেবার পর বেশ নড়েচড়ে বসছে ভারত। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন প্রতিবেশীর আতিথেয়তা নিতে। এ সফরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের প্রায় আড়াইশ প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাই প্রশ্ন প্রতিবেশীর সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কতটুকু কার্যকর হবে এ সফর?

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এই সফরকে মুলত দেশের ব্র্যান্ডিং হিসেবেই দেখছে। এফবিসিআই সভাপতির মতে বাণিজ্য ঘাটতি মেটানোর পথ একটাই। আর তা হলো দেশে ভারতের বিনিয়োগ বৃদ্ধি।

তবে দু দেশের মধ্যে চলমান শুল্ক-অশুল্ক বাধা নিয়ে খুববেশি আলোচনার সুযোগ না থাকলেও, দেশটির বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আলোচনার মাধ্যমে উপকৃত হবে দু-দেশই।