নির্বাচনের কারণে শুধু রাজনীতিই নয়, চাঙ্গা হচ্ছে অর্থনীতিও

নির্বাচনের কারণে শুধু রাজনীতিই নয়, চাঙ্গা হচ্ছে অর্থনীতিও

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের কারণে শুধু রাজনীতিই নয়, চাঙ্গা হচ্ছে অর্থনীতিও। বাজারে টাকার সরবরাহ বাড়ছে। অর্থনৈতিক কর্মকান্ডে পড়ছে ইতিবাচক প্রভাব। চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। তবে শঙ্কা আছে নির্বাচনকেন্দ্রিক লেনদেনের নেতিবাচক প্রভাব নিয়েও।

নির্বাচন আসছে। রাজনীতির মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, বলতে গেলে সব জায়গাতেই উৎসবের আমেজ।

মনোনয়ন কেনা থেকে শুরু করে মিছিল মিটিং। সব জায়গাতেই টাকার ছড়াছড়ি। বড় ছয়টি দলই মনোনয়ন ফরম বিক্রি করেছেন ৩২ হাজার কোটি টাকারও বেশি। সম্ভব্য প্রার্থীদের আগেভাগেই করা ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে শহর বন্দর গ্রাম।

নির্বাচন কমিশন বেধে দিয়েছেন একেক জন প্রার্থী খরচ করবেন ২৫ লাখ টাকা। যদি একেকটি আসনে গড়ে ৫ জন প্রার্থী হন তাহলেও ৩০০ আসনে খরচ হবে ৩৭৫ কোটি টাকা। কিন্তু বাস্তবে এ খরচ অনেক বাড়বে। ছাড়িয়ে যেতে পারে হাজার কোটি টাকাও। নির্বাচন অনুষ্ঠানে কমিশনের বাজেট ৭০০ কোটি টাকা। বিভিন্নভাবে প্রবাসীরাও টাকা ঢালবেন নির্বাচনে।

টাকার সরবরাহে অর্থনীতি চাঙ্গা হবে ঠিকই, তবে ভয় আছে জিনিষপত্রের দাম বাড়া নিয়েও।

তারপরেও, বিশ্লেষকরা বলছেন, ঠিকঠাক মতো নির্বাচন সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রেও আসবে নতুন গতি। অর্থনীতিতে যোগ হবে ভিন্নমাত্রা।