ধর্মঘটে পোশাক শিল্পে সহস্র কোটি টাকার আমদানি-রপ্তানি বাধাগ্রস্থ

ধর্মঘটে পোশাক শিল্পে সহস্র কোটি টাকার আমদানি-রপ্তানি বাধাগ্রস্থ

শেয়ার করুন

image__115137নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার-ট্রেইলার মালিক-শ্রমিকদের ডাকা ৫ দিনে ধর্মঘটে তৈরী পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি বাধা গ্রস্থ হয়েছে বলে দাবি করেছে তৈরী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

শুক্রবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আন্দোলনরত মালিক-শ্রমিক সংগঠনের নেতা বা সরকারের একাধিক মহলকে এ বিষয়ে নমনীয় হতে অনুরোধ করা হলেও সংকট নিরসনে অনেক সময় অতিবাহিত হয়েছে।

বিজিএমই সভাপতি বলেন, হঠাৎ এমন ধর্মঘটে বিদেশী ক্রেতাদের সামনে দেশের তৈরী পোশাক খাতের ইমেজকে প্রশ্নের মুখে ফেলেছে। এসময় এই ধর্মঘটের কারতে যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণ দাবি করেন তিনি।