দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা- বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা- বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন

Commerce Min

রংপুর প্রতিনিধি।।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তেল, ডাল, চিনিসহ অন্যান্য আমদানী নির্ভর পণ্যের দাম ব্যবসায়ীরা যেন ইচ্ছা মত বাড়াতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রারিফ কমিশন কাজ করছে বলে জানান তিনি।

রংপুর সার্কিট হাউজে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট ও রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে পীরগাছা নব্দীগঞ্জ সংলগ্ন নির্মানাধীন ক্যান্সার হাসপাতাল প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

নির্মানাধীন অলাভজনক ৫০ শয্যার হাসপাতালটিতে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত উত্তরাঞ্চলের রোগীরা চিকিৎসা সেবা পাবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রোটারী ক্লাব অব উত্তরার প্রসিডেন্ট সাংবাদিক জুলহাস আলমসহ এসময় অন্যরা উপস্থিত ছিলেন।