তেলের দাম স্থিতিশীল রাখতে সম্মত হয়েছে ইরাক ও সৌদি

তেলের দাম স্থিতিশীল রাখতে সম্মত হয়েছে ইরাক ও সৌদি

শেয়ার করুন

তেলবিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ইরাক ও সৌদি আরব। শনিবার দুই দেশের তেলমন্ত্রীদের এক বৈঠকে তারা একমত হন।

বাগদাদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ইরাকের তেলমন্ত্রী থামার ঘাধবান ও সৌদি তেলমন্ত্রী খালিদ আল ফালিহ। তারা ইরাকের বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য সৌদি আরব থেকে বিদ্যুৎ আমদানি বিষয়েও আলোচনা করেন। এজন্য দুই দেশের মধ্যে বিদ্যুৎ লাইন স্থাপনের কথাও বলেন তারা। তবে তেলের বাজার স্থিতিশীল করার উপায় নিয়ে বিস্তারিত কিছু জানাননি আসিম জিহাদ।

তেলমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদির সঙ্গেও সাক্ষাৎ করেন খালিদ আল ফালিহ। ইরাক বর্তমানে প্রতিদিন ৪৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তেল উত্তোলনে সৌদি আরবের পরই ইরাকের অবস্থান। দেশটির মোট রাজস্বের ৯৫ শতাংশই আসে তেল রফতানি থেকে।