জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, তাকিয়ে ওপেক বৈঠকের দিকে

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, তাকিয়ে ওপেক বৈঠকের দিকে

শেয়ার করুন

A worker looks on at the Bashneft-Ufaneftekhim oil refinery outside Ufa, Bashkortostan, Russia January 29, 2015. REUTERS/Sergei Karpukhin/File Photo

বিশ্বসংবাদ ডেস্ক :

অস্থির সময় পার করছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। পণ্যটির দাম স্থিতিশীল পর্যায়ে নিতে কয়েকটি উৎপাদন দেশ উত্তোলনসীমা আরোপের পক্ষে থাকলেও কোনো কোনো দেশ আপাতত উত্তোলনসীমা আরোপের পক্ষে নয়।

তবে ব্যবসায়ীরা এসব খবরে কান না দিয়ে ওপেকের বৈঠকের সিদ্ধান্তের প্রতীক্ষায় রয়েছেন। ২৬-২৮ সেপ্টেম্বর আলজেরিয়ায় ওপেকভূক্ত ও ওপেকবহির্ভূত দেশগুলো এক অনানুষ্ঠানিক বৈঠকে বসবে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, এ বৈঠকে জ্বালানি তেলের উত্তোলনসীমা আরোপের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

imagesএ মাসে চীনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে জ্বালানি তেলের দরকে স্থিতিশীল রাখতে একটি চুক্তি করে সৌদি আরব ও রাশিয়া। যুক্তরাষ্ট্রও পণ্যটির সরবরাহ কমিয়ে দিয়েছে।

আজ (সোমবার) থেকে ওপেকের বৈঠক শুরু হবে। এমন মুহূর্তে এক খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ অনেক বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ বৃদ্ধির এ খবর বৈঠককে প্রভাবিত করতে পারে।

চলতি মাসের শুরুতে অন্যতম শীর্ষ তেল উত্তোলক দেশ সৌদি আরব পণ্যটির উত্তোলন কমিয়ে আনার পক্ষে মত দিয়েছিল। ইরানও পণ্যটির দৈনিক উত্তোলন ৩৬ লাখ ব্যারেলের মধ্যে সীমিত রাখার পক্ষে ছিল।