চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে আরো উত্তেজনা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে আরো উত্তেজনা

শেয়ার করুন

usa-china-trade-war-donald-trump-25-percent-tariff-chinese-imports-997141বিশ্বসংবাদ ডেস্ক :

চীনা পণ্যের ওপর সম্প্রতি ঘোষিত ২’শ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর চীন যে শুল্ক আরোপের ঘোষণ দিয়েছিলো সেটিও কার্যকর হবে আজ সোমবার থেকে।

যে সকল চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর মধ্য রয়েছে বেসবল খেলার গ্লাভস ও শিল্পের যন্ত্রাংশ।অন্যদিকে মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক আরোপের আওতায় রয়েছে রাসায়নিক দব্য, পোষাক ও গাড়ীর যন্ত্রাংশ।১৭ই সেপ্টেম্বর চীনা পণ্যের ওপর ২’শ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক ১ দিন পরই ৫ হাজার ২’শ মার্কিন পণ্যের ওপর ৫ থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বানিজ্য সংস্থায় অভিযোগের সিদ্ধান্ত নেয় চীন। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বানিজ্য যুদ্ধে আরো উত্তেজনা ছড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।