চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন উৎপাদনের আশা

চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন উৎপাদনের আশা

শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এ বছর চাঁপাইনবাবগঞ্জে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবার জেলায় ৫০ হাজার ৪৪২ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সার বীজ ও সেচের কোন সঙ্কট নেই বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত বোরো মৌসুমে ফলন ভালো হলেও, দাম নিয়ে হতাশ ছিল কৃষকরা। এবার মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায়, নতুন স্বপ্ন নিয়ে আমন আবাদে মাঠে নেমেছেন তারা।

দিনভর ব্যস্ত সময় পার করছেন জমি তৈরি, সেচ নালা সংস্কার ও সার প্রয়োগসহ ধান লাগানোর কাজে। সার সেচসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছেন কৃষকরা।