চলমান উত্তজনা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ঠেলে দেবে

চলমান উত্তজনা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ঠেলে দেবে

শেয়ার করুন

3e3e726e-8be1-11e8-8608-b7163509a377_1280x720_141753বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্ব বাণিজ্যে চলমান উত্তজনা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ঠেলে দেবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জি-টুয়েন্টি সদস্য রাষ্ট্রের অর্থমন্ত্রীরা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দুদিনব্যাপি জি-টুয়েন্টি সম্মেলনে এই কথা বলেন তারা। সম্মলনে অংশ নেয়া জি-টুয়েন্টি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যংকগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্ক করেন এই বলে বিশ্ব বানিজ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও ভূরাজনৈতিক বিরোধ বিশ্ব অর্থনীতির সম্প্রসারনকে ক্ষতিগ্রস্ত করছে।চলমান বানিজ্য যুদ্ধের ক্ষতি কমাতে আলোচনার ওপর গুরুত্ব দেন তাঁরা।

তবে তাঁদের বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের কথা উল্লখ করেননি জি-টুয়েন্টি অর্থমন্ত্রীরা যদিও জি-টুয়েন্টি সদস্য চীন ও ইউরোপীয় ইউনিয়নের সংগে ইতিমধ্যেই বানিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।ইতিমধ্যেই চীন থেকে আমদানীকৃত পণ্যের ওপর ৫’শ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্ যা দুদেশের মধ্যে চলমান বানিজ্য উত্তজনাকে আরো বৃদ্ধি করেছে।