চলতি মাসেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে ফিলিপাইন

চলতি মাসেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে ফিলিপাইন

শেয়ার করুন

index

নিজস্ব প্রতিবেদক :

চলতি মাসেই, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পরিচালিত তদন্তের প্রতিবেদন প্রকাশ করবে ফিলিপাইন।

বিচার বিভাগীয় তদন্তের দায়িত্বে থাকা সহকারি প্রসিকিউটর জিলম্যারি ফে পাকাম্যারা জানিয়েছেন, চার মাসের প্রারম্ভিক তদন্ত শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে।

ফিলিপাইনের মুদ্রাপাচার নিয়ন্ত্রক সংস্থা অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল, তিনটি অভিযোগ নথিভুক্ত করেছে। যার প্রথমট আরসিবিএন ব্যাংকের শাখা ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো এবং আরও চারজনের বিরুদ্ধে। ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এবং ওয়েইকাং জু’র বিরুদ্ধে দ্বিতীয়টি, আর তৃতীয় অভিযোগ আনা হয়েছে মুদ্রা রূপান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেম-এর কর্মকর্তাদের বিরুদ্ধে।

ফিলিপাইনের বিচার বিভাগের সচিব ভিতালিয়ানো অ্যাগুইরো জানিয়েছেন, খুব শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে। চুরি যাওয়া রিজার্ভের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার উদ্ধার করা গেছে। বাকি অর্থের কোনো হদিস নেই।