আরও ঋণ সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের

আরও ঋণ সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের

শেয়ার করুন

wb-presidentwbনিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাংকের ঋণ-সহায়তা আগামীতে আরও বাড়বে । ২ বছরে শিশু ,পুষ্টি, খাতে ১০০ কোটি ডলার সহায়তা দেবে সংস্থাটি। বাংলাদেশ সফররত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ।

১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট পা রাখলেন বাংলাদেশের মাটিতে। তাও আবার এলেন দারিদ্র জয়ে বাংলাদেশের সাফল্য দেখতে ।

রোববার তিনদিনের সফরে এসে বিশ্ব্যাংকের প্রেসিডেন্ট, পরের দিন সকাল ৯ টায় বৈঠকে বসেন অর্থমন্ত্রীর সাথে। এক ঘন্টার এ বৈঠকে উঠে আসে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্ক, দারিদ্র বিমোচন , বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা আর অগ্রগতি- এমন সব নানা বিষয়।

বৈঠক শেষে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জানান, দারিদ্র বিমোচনে বাংলাদেশের অসাধারন সাফল্য এবং জিডিপিতে ৬- ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন প্রশংসনীয়।

তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি আর জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাংকের আগামীর পরিকল্পনাও।

পদ্মা সেতুতে নেই বিশ্বব্যাংক । কিন্তু দেশের টাকায় ঠিকই হচ্ছে পদ্মা সেতু। সাংবাদিকদের এমন প্রশ্নে বিশ্ব ব্যাংক প্রধান কৌশলে এড়িয়ে যান।

আর অর্থমন্ত্রী জানালেন, বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সু সর্ম্পক বজায় থাকবে।