আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ উন্নীত করার দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের

আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ উন্নীত করার দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিম্নমানের ভর্তুকি প্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। মোট ১১টি  দাবি জানিয়ে মানববন্ধন করে সংগঠনটি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এ সময়  লিখিত বক্তব্য তুলে ধরে বক্তব্য উপস্থত বক্তারা বলেন:দেশীয় দুগ্ধ শিল্পের উন্নয়ন বাধাগ্রস্থ হলে দেশের কৃষিখাত ক্ষতিগ্রস্থ হবে তাই এ শিল্পের সঠিক বাজারজাত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিও জানায় সংগঠনটি। দুধের দাম সমন্বয় সাধন এলাকা ভিত্তিক বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থাপনা তৈরি করা তাদের সচেতন ও বৃদ্ধির তাগিদ দেয়া হয়।

এ ছাড়া বিগত ১৫ বছরে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে খামারিদের তরল দুধের দাম সরকার থেকে নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং প্রাণিসম্পদ উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ ও মানব বন্ধন করেন