আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন অব্যাহত

আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন অব্যাহত

শেয়ার করুন

7abdab35e22d3ea12ed81d9482684944-5অর্থনীতি ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে।

মূলতঃ চীনে চাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সম্ভাবনায় বিক্রি বেড়ে যাওয়ায়, এদিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫২ ডলার ৪৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৯ সেন্ট কম।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুলাইয়ের শেষ সপ্তাহটি ছিল অপরিশোধিত জ্বালানি তেলের জন্য বছরের সেরা সপ্তাহ। এর পর থেকেই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তোলন খাতের চাঙ্গাভাব কিছুটা কমে আসায়, আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্যবৃদ্ধির সম্ভাবনায় ব্যবসায়ীরা বিক্রি বাড়িয়ে দেন। তাদের এ প্রবণতার কারণে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।