আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি

শেয়ার করুন

oil-rigবিশ্বসংবাদ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্স জানায় সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

মূলত চীনের পরিশোধন কেন্দ্রগুলোয় বাড়তি চাহিদা ও এর বিপরিতে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোয় উত্তোলন সীমিত থাকার খবরে জ্বালানি পণ্যটির বাজারে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। দুবাইয়ের বাজারেও সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দামে চাঙ্গাভাব দেখা গেছে। এদিন দুবাইয়ে ক্রুড অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
চলতি বছরের জুলাইয়ে ওপেকভুক্ত দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে প্রবৃদ্ধির গতি তুলনামূলক শ্লথ হয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে এটাও বড় একটি কারণ।