আইএমএফের কাছে ৫০০ কোটি মার্কিন ডলার চাইল আর্জেন্টিনা

আইএমএফের কাছে ৫০০ কোটি মার্কিন ডলার চাইল আর্জেন্টিনা

শেয়ার করুন

_103223140_gettyimages-1025073054বিশ্বসংবাদ ডেস্ক :

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে আইএমএফের কাছে ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ চেয়েছে আর্জেন্টিনা সরকার। দেশটির প্রেসিডেন্ট মরিসিও মাক্রি আশাবাদী যে তার এই পদক্ষেপ আর্জেন্টাইন অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে।

আর্জেন্টাইন পেসো চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে ৪০ শতাংশের বেশি মূল্য হারায়। এর ফলে দেশটিতে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। এদিকে, আইএমএফও আর্জেন্টিনার ডাকে সাড়া দিয়ে শক্তিশালী ব্যবস্থা নেবার কথা জানিয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড বলেন, ‘এ বিষয়ে আমি আর্জেন্টিনার চেষ্টাকে আমি সমর্থন জানিয়েছি এবং সরকারকে এর নীতিমালা পরিবর্তনের পরিকল্পনায় সাহায্য করতে প্রস্তুত।