অস্থির চট্টগ্রামের চালের বাজার

অস্থির চট্টগ্রামের চালের বাজার

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

আমদানিতে নামমাত্র শুল্কহার। মজুদও পর্যাপ্ত। তবু অস্থির চালের বাজার। রকমভেদে চালের বস্তাপ্রতি দাম বেড়েছে ৪শ’ টাকা পর্যন্ত। সরকারকে বেকায়দায় ফেলতে কিছু সিন্ডিকেট এ কাজ করছে বলে দাবি বণিক সংগঠনের নেতাদের।

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার দুই দফায় কমিয়েছে আমদানি শুল্ক। তবু, দাম না কমে, বেড়েই চলেছে চালের দাম। ফলে শুল্ক হ্রাসের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

দেশের বড় চালের বাজারগুলোর মধ্যে অন্যতম, চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ ও পাহাড়তলী চালের আড়ৎ। সেই বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে ২১শ’ টাকার নিচে কোনো চালের বস্তায় নেই। আর সেই চাল খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে আরো দুই থেকে তিনশ টাকা বেশি দামে।

আর্ন্তজাতিক বাজারে বর্তমানে চালের বুকিং দর আগের চেয়ে সামান্য বেড়েছে। তাতে চালের বাজার অস্থির হওয়ার কথা নয়। বর্তমানে বাজারে নৈরাজ্য সৃষ্টি হওয়ার পেছনে কিছু সিন্ডিকেট কাজ করছে বলে মনে করেন বণিক সংগঠনের নেতারা।

পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন বলে, চালের দাম এত বাড়ার কথা না। কিছু সিন্ডিকেট ইচ্ছে করে চালের দাম বাড়িয়েছে। এটা সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র হতে পারে।

অন্যদিকে, চালের সরবরাহ কমের কারণেও এ দাম বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।  চালের বাজার এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে, সাধারণ মানুষকে আরো ভোগান্তি পোহাতে হবে বলে উদ্বেগ সব মহলে।