কোরবানি উপলক্ষে ফ্রিজ বিক্রির ধুম

কোরবানি উপলক্ষে ফ্রিজ বিক্রির ধুম

শেয়ার করুন

Walton-refrigerator1434625127

এটিএন টাইমস ডেস্ক:

ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ফ্রিজের চাহিদা। দেশে কোরবানীর ঈদকে ধরা হয় ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম। কোরবানির মাংস সংরক্ষণের জন্য এবারও ডিপফ্রিজ বিক্রি হচ্ছে ব্যাপক ।

কোরবানির ঈদ সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে ফ্রিজ কেনাবেচা। রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিক ব্র্যান্ডের শোরুমে ফ্রিজ বিক্রির ধুম পড়েছে। একসঙ্গে বেশি পরিমাণ মাংস সংরক্ষণ করা যায় বলেই ক্রেতাদের পছন্দ ডিপ ফ্রিজ। কিংবা বড় ডিপযুক্ত সাধারণ ফ্রিজ।
Customiers-at-Walton-Plaza20140719192918ঈদকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে চলছে নানা অফারও। শুধু ফ্রিজই নয়, ঈদকে উপলক্ষ্য করে অনেকেই কিনছেন অন্যান্য পণ্যও। ক্রেতা আকর্ষনে ঈদের সময় বেশিরভাগ ব্র্যান্ড মূল্যছাড় দিচ্ছে। সাধারণ ক্রেতারা দেশীয় ব্র্যান্ডের প্রতি ঝুঁকলেও, আর্থিকভাবে সচ্ছল ক্রেতারা ঝুঁকছেন প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের দিকে।

অন্য মাসের তুলনায় গত দুই মাসে ফ্রিজের চাহিদা বেড়েছে ৬০ শতাংশের বেশি। ক্রেতা টানতে প্রতিবারই চাঁদ রাত পর্যন্ত নানা অফারের ঢালি সাজান বিক্রেতারা। এবারও এর ব্যতিক্রম হয়নি।