এটিএন টাইমস ডেস্ক :
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দুই সপ্তাহে সর্বোচ্চে বেড়েছে।
পণ্যটির যৌথ উত্তোলন হ্রাসের চুক্তি আরো নয় মাসের জন্য নবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে শীর্ষ দুই উত্তোলক দেশ সৌদি আরব ও রাশিয়া। এরই পরিপ্রেক্ষিতে সোমবারের বাজারে পণ্যটির মূল্য বেড়ে দাঁড়ায় দুই সপ্তাহে সর্বোচ্চে।
জ্বালানি তেলের বৈশ্বিক অতিরিক্ত সরবরাহ চাপ নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে উত্তোলনকারী দেশগুলোকে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত ও বহির্ভূত বৃহৎ কয়েকটি উত্তোলক দেশ গত বছরের শেষ নাগাদ পণ্যটির উত্তোলন কমিয়ে আনার বিষয়ে এক চুক্তি সই করে। তবে এ অবস্থায় বাজার হারানোর আশঙ্কা থেকে ওপেকভুক্ত ও বহির্ভূত দেশগুলো উত্তোলন হ্রাসের চুক্তি নবায়ন নাও করতে পারে বলে ধারণা করছিলেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে লন্ডনের আইসিইতে ব্রেন্টের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ বা ব্যারেলে ৯৮ সেন্ট। এদিন এখানে পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৫১ ডলার ৮২ সেন্টে।