নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে আইপিডিসি’র আরো ৫ বছরের চুক্তি নবায়ন

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে আইপিডিসি’র আরো ৫ বছরের চুক্তি নবায়ন

শেয়ার করুন

narail express
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
করোনাকালে সীমিত সময়ের জন্য ঝিমিয়ে পড়া নড়াইলের ক্রীড়াঙ্গণ আবারো উজ্জীবত ও প্রাণচাঞ্চল্য ফিরে
পাবার দ্বার উন্মোচিত হলো। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে আইপিডিসি আবারো ৫ বছরের চুক্তি নবায়ন
হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশ জাতিয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সাংসদ
মাশরাফি বিন মোর্তজার সামাজিক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে এই চুক্তি নবায়ন করেন
আইপিডিসির ফাইন্যান্স লিমিটেড।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম অনিক জানান,আজ মঙ্গলবার ঢাকায়
আইপিডিসির ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে ৫ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক নবায়ন চুক্তি
স্বাক্ষর করেন। বিগত ৩ বছর ধরে নড়াইল জেলার ক্রীড়াঙ্গণ উন্নয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে
কাজ করে আসছে আইপিডিসি। তিনি আরো বলেন,আইপিডিসর অর্থায়নে নড়াইলের ক্রীড়াবিদদের জন্য উন্নতমানের
একটি জিমনেশিয়াম নির্মিত হচ্ছে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্তজা বলেন,নবায়নকৃত চুক্তির অধীনে
বিগত দিনের চেয়ে বড় পরিসরে এবার জেলার ক্রীড়াবিদদের ক্রীড়ার মানউন্নয়নে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ
প্রদান করা হবে। তিনি মনে করেন,আইপিডিসি ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন যে লক্ষ্য নিয়ে গত ৩
বছরে কাজ করেছে এবং আগামি ৫ বছরের যে চুক্তি নবায়ন হয়েছে তাতে নড়াইল হবে দেশের শ্রেষ্ঠ
ক্রীড়ার পীটস্থান। তিনি বলেন,বিগত দিনে ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল,ক্রিকেট এবং ভলিবল
একাডেমির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। এবার ওই তিনটির সঙ্গে আরো দুইটি খেলা
অর্ন্তভূক্ত করার পরিকল্পনা রয়েছে। নড়াইল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য খেলাধূলার
যাবতয়ি প্রশিক্ষণ সুবিধা প্রদানে এগিয়ে আসার জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আন্তরিক
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মোর্তজা।