নীলফামারীতে উর্ধ্বমূখি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

নীলফামারীতে উর্ধ্বমূখি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

শেয়ার করুন

২ সপ্তাহে ৯ জনের মৃত্যু, ৭২০ জন শানাক্ত ।। নীলফামারীতে উর্ধ্বমূখি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

Nilphamari Pic-1 (14.07.2021)
।। মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী ।।
নীলফামারী জেলায় ক্রমশই বাড়ছে করোনা সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) জেলায় ২৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২ জনের।
এদিকে চলতি জুলাই মাসের শুরু থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত জেলায় ৩ হাজার ১৭৯টি নুমনা পরীক্ষায় ৭২০জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ২৩ শতাংশ। এসময়ে মৃত্যু বরণ করেছেন ৯ জন। কঠোর লকডাউন চলাকালে বিধি নিষেধ উপেক্ষা করে মানুষজন বেপরোয়াভাবে চলাচল করায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বগতিতে পৌচ্ছে।
অন্যদিকে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে লকডাউন শিথিলে আগের সব রেকর্ড ভেঙ্গে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়বে বলে আশঙ্কা করছেন জেলাবাসী।
নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় বুধবার জেলায় ২৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে
২ জনের। তারা দুজনেই পুরুষ। এদের মধ্যে ৭০ বছর বয়সী বৃদ্ধ নীলফামারী জেনারেল হাসপাতালে এবং ৪০ বছর বয়সী একজন রংপুরের ডক্টর ক্লিনিকে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গত ১৩ জুলাই ২৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৮১ জনের। ১২ জুলাই ৩১০টি নমুনায় ৫৯জন, ১১জুলাই ২৯৬টি নমুনায় ৯১জন, ১০ জুলাই
৫৩টি নমুনায় ১৫জন, ৯ জুলাই ১৭৮টি নমুনায় ৬২ জন, ৮ জুলাই ৫৩৬টি নমুনায় ৮৯জন, ৭ জুলাই ১৫৬টি নমুনায় ৫২জন, ৬ জুলাই ১৫৫টি নমুনায়
৬৮জন, ৫ জুলাই ২১৮টি নমুনায় ৩২জন, ৪ জুলাই ১৭০টি নমুনায় ৫০ জন, ৩ জুলাই ১২৬টি নমুনায় ৯ জন, ২ জুলাই ২৬৩টি নমুনায় ৩২জন এবং ১
জুলাই ১৭৯টি নমুনায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়।
এসময়ে মারা যাওয়াদের মধ্যে ১৩ জুলাই ২জন, ১০ জুলাই ১জন, ৮ জুলাই ২ জন, ৭ জুলাই ১ জন, ৫ জুলাই ১জন, ৪ জুলাই ১ জন এবং ১ জুলাই ১ জন
রয়েছেন।
মৃত ওই নয় ব্যক্তির মধ্যে নীলফামারী জেলা সদরে ২জন, সৈয়দপুরে ২জন, ডোমারে ৩জন, ডিমলায় ১জন এবং কিশোরগঞ্জের ১জন।
এরমধ্যে নীলফামারী জেনারেল হাসাপালে চিকিৎসাধীন অবস্থায় ৪জন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ১জন, রংপুর করোনা ডেডিকেটেড
হাসপাতালে ৩জন এবং প্রাইভেট ক্লিনিকে ১জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সকলের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, সারাদেশে ৮ মার্চ করোনা প্রার্দূভাব শুরু হলেও নীলফামারী জেলা প্রথম করোনা শনাক্ত হয় ৭ এপ্রিল। জেলায় প্রথম করোনা রোগি চিহ্নিত হন কিশোরগঞ্জ উপজেলা হাসাপতালে প্রথম একজন চিকিৎক।
২০২০ সালের ৭ এপ্রিল থেকে চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত মোট ১৮ হাজার ৩০০ জনের নুমনা পরীক্ষায় ২ হাজার ৫৬৬ জনের দেহে করোনা ভাইরাস
সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২ শতাংশ। এসময় মৃত্যু হয় ৪৪ জনের। শনাক্ত বিবেচনায় জেলায় মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।
আক্রান্ত ২ হাজার ৫৬৬ জনের মধ্যে গত ১৪ দিনে আক্রান্ত হয়েছেন ৭২০জন। আর মারা যাওয়া ৪৪ জনের মধ্যে গত ১৪ দিনে মারা গেছেন ৯ জন।
জেলা শহরের বাবুপাড়া মহল্লার ভুবন রায় নিখিল বলেন,‘সংক্রমণ এবং মৃত্যু দু’টোই উদ্বেগজনক হারে বাড়ছে। এরপরও মানুষ সতর্ক হচ্ছে না। লকডাউনের ধরাবাধা নিয়মে শহর এবং হাটবাজারে মানুষের অনেকটা সমাগম কম হলেও লকডাউন শিথিলের পর স্বাভাবিক পরিস্থির ন্যায় সমাগম বাড়বে। তাতে আরও সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা দেখা দিবে।’ অপরদিকে জেলা শহরের শাহীপাড়া মহল্লার বিজয় চক্রবর্তী বলেন,‘গত ১৪ দিনে জেলায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটি উদ্বেগের। আরও উদ্বেগের বিষয়টি হলো লকডাউন শিথিল হওয়া। এসময়টি আমরা প্রত্যেকে সচেতন না হলে ঈদ পরবর্তী সময়ে এর চরম মূল্য দিতে হবে সকলকে।’
সিভিল সার্জন জাহাঙ্গীর কবির বলেন,‘নীলফামারী জেলায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে উল্লেখ্য করে তিনি আরো বলেন,‘ সামনে আমাদের বড় একটি ধর্মীয় উৎসব রযেছে। এ সময়টাতে আমাদের প্রত্যেককেই সুরক্ষিত রেখে বাইরে চলাচল করতে হবে। আমরা উৎসব যেমন পালন করবো, তেমনি নিজের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে নিজেদেরই নিশ্চিৎ করতে হবে। এজন্য জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়া, কোরবাণীর গরুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেনাকাটা, এসব জনবহুল স্থান থেকে শিশু এবং বৃদ্ধদের বিরত রাখা, পারত পক্ষে অনলাইন বা অন্য কোন উপায়ে কোরবাণীর পশুসহ অন্যান্য কেনাকাটা সারতে হবে। ঢাকা অথবা এলাকার বাইরে থেকে যারা পরিবারে ঈদ করতে আসবেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। যেন তাদের কারণে পরিবারে সংক্রমণ না ছড়ায়’। এসময় মাস্ক ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেন তিনি।
তিনি আরো বলেন, ‘জেলায় প্রথম করোনার প্রাদুভাব ধরা পরে ২০২০ সালের ৭ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল জেলার কিশোরগঞ্জে প্রথম একজনের মৃত্যু হয়। ওই
বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত জেলায় ২৬ জন মারা যান। এরপর চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ১ জন, মার্চে ৪ জন, এপ্রিলে ৩ জন, জুনে ১ জন ও চলতি
জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত ৯ জনসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।’