করোনায় শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত প্রায় ১৫ হাজার

করোনায় শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত প্রায় ১৫ হাজার

শেয়ার করুন

World corona death

নিজস্ব প্রতিবেদক।।

দেশে এক দিনে করোনা রোগীর হার দাঁড়িয়েছে ৩২ শতাংশের ওপরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৮২৮ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল গত বছরের ২৪ জুলাই। সেদিন শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

করোনাভাইরাসের (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৬জন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ১২ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন, ষাটোর্ধ্ব তিনজন, সত্তরোর্ধ্ব পাঁচজন এবং ৯০ বছরের বেশী বয়সী একজনের মৃত্যু হয়।

বিভাগওয়ারী ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন, সিলেটে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।