১২ কোটি টাকা ঘাটতি রেখে ঢাবির বাজেট

১২ কোটি টাকা ঘাটতি রেখে ঢাবির বাজেট

শেয়ার করুন

4546
নিজস্ব প্রতিবেদক :

প্রায় ১২ কোটি টাকা ঘাটতি রেখে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে, বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বাজেট উপস্থাপিত হয়।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ডক্টর কামালউদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের চেয়ে ২০ লাখ টাকা বেড়ে এবারের বাজেট ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা। এরমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়মিত বরাদ্দ হিসেবে দেবে ৬১০ কোটি ১০ লাখ এবং বিশেষ বরাদ্দ দেবে দুই কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে আসবে ৪২ কোটি ৫৫ লাখ টাকা। বাকি ১১ কোটি ৭১ লাখ টাকা ঘাটতি থেকে যাবে।